You are currently viewing জার্মানীতে DAAD স্কলারশিপ কি? কেন? কিভাবে?
daad-scholarships

জার্মানীতে DAAD স্কলারশিপ কি? কেন? কিভাবে?

১. DAAD স্কলারশিপ কি?

উত্তরঃ Deutscher Akademischer Austauschdienst (DAAD) স্কলারশিপ হচ্ছে, জার্মান সরকারের সবচেয়ে বেস্ট স্কলারশিপ। এটা হলো হট কেক। যদি পান লাইফ জিঙ্গালালা হয়ে যাবে। সুতরাং অবশ্যই আপনার চেষ্টা করা উচিত।

২. DAAD স্কলারশিপের সুবিধা কি কি?

– টিউশন ফি, সেমিষ্টার কন্ট্রিবিউশন এবং পরীক্ষার ফি ফ্রি।

– ব্লক একাউন্ট করা লাগবে না।

– মাস্টার্সে প্রতিমাসে ৮৬১ ইউরো, পিএইচডি-র জন্য ১২০০ ইউরো পাবেন।

-ফ্রি বিমান টিকেট পাবেন।

– জার্মানীতে ফ্রি হেলফ ইন্সুরেন্স পাবেন।

– বিশেষ ক্ষেত্রে বাড়ি ভাড়া এবং পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে দিবে।

– বর্তমানে এম্বাসিতে এয়নমেন্টের যে জটলা, সেই জটলায় পড়তে হবে না। অগ্রাধিকার ভিত্ততে এম্বাসীতে খুবই দ্রুত এপায়নমেন্ট পাবেন। এবং ভিসা পাবার সম্ভবনা শতভাগ।

– সহজেই আপনার স্পাউসকে আনতে পারবেন। তাকে আনার জন্য আপনার এ দেশে কোন ব্লক/ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। তবে আগে আপনার আসতে হবে, তারপর তারজন্য আবেদন করতে হবে। মোট কথা জার্মানীতে আসতে আপনার ১ পয়সাও খরচ হবে না।

৩. DAAD স্কলারশিপ কাদের জন্য?

উত্তের: মাস্টার্স এবং PhD এর জন্য। (Sorry For Bachelor Applicants )

৪. কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন?

উত্তর:- উন্নয়নশীল যে কোন দেশের লোকজন এই স্কলারশিপে আবেদন করতে পারেন। বাংলাদেশের স্টুডেন্টররা পারবে।

৫. আবেদন করতে কি যোগ্যতা লাগে?

উত্তর:- ব্যাচলের ডিগ্রী শেষে আপনার সাবজেক্ট রিলেটেড ফিল্ডে কমপক্ষে ০২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হতে পারে। আপনি সংশ্লিষ্ট কর্তপক্ষ বরবার মেইল করে জেনে নিন।

. স্টাডি গ্যাপ থাকলে হবে?

উত্তরঃ হ্যা, তবে কোনমতেই ০৬ বছরের বেশী হওয়া যাবে না। গ্যাপ ০৬ বছরের বেশী হলে আপনি আবেদন করতে পারবেন না।

৭. ব্যাচেলরে DAAD এই স্কলারশিপ নাই?

উত্তরঃ নাই, নাই, নাই। ব্যাচেলরে DAAD স্কলারশিপ নাই। কেন নাই এটা আবার আল্লার রাস্তে আমাকে জিগ্যেস করবেন না।

৮. ব্যাচেলর চলাকালীন সময়ে কাজের অভিজ্ঞতা দিয়ে আবেদন করতে পারবো?

ত্তরঃ না, পারবেন না। ব্যাচেলর শেষ করে সাবজেক্ট রিলেটেড ২ বছরে জব করতে হবে। ধরেন আপনি ব্যাচেলর করছেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আর ব্যাচেলর শেষ করে চাকরি করেছেন, গার্মেন্টস সেক্টরে। তাহলেও হবে না।

৯. প্রশ্নঃ ভাই ডলাইন কবে? কখন আবেদন করতে হয়?

ত্তর: ১৫ ই অক্টবার। তবে প্রোগ্রাম ভেদে ভিন্ন হতে পারে। ভার্সিটির ওয়েব সাইট চেক করেন।

১০. আবেদনের প্রক্রিয়া কি?

১. ডাট পোর্টালে গিয়ে নিজের নামে একটা আইডি খুলতে হবে। এরপর সিলেক্ট করতে হবে মাস্টার্স নাকি Phd তে আপনি আবেদন করবে। এরপর সিলেক্ট করতে হবে, কোন কোর্সের জন্য আবেদন করবেন, এবং কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। আপনি DAAD স্কলারশিপে আবেদন করার সময় একসাথে ০৩ টা সাবজেক্টে এপ্লাই করতে পারবেন।

১১. DAAD স্কলারশিপ পেতে কি কি ডকুমেন্ট লাগব?

– Online আবেদন ফর্ম

– সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট-Euro Pas Formatted CV-SOP

-বিশ্ববিদ্যালয়ের offer Letter ( আবেদনের সাথেই দিতে হবে)

-রিকমেন্ডেশন লেটার (২ টি) – সাইন ও সীল দিয়ে সীলড অবস্থায় দিতে হবে।

– Work Experience Certificate- IELTS 6-6.5 Certificate

– NID – পাসপোর্টের কপি

– Extracurricular Activities, Publication, Voluntary works (If you have)

১২. ভাই কোন কোন সাবজেক্টে আবেদন করা যায়?

উত্তর: EconomicSciences/Business Administration/Political EconomicsDevelopment CooperationEngineering and Related SciencesMathematicsRegional and Urban PlanningAgricultural and Forest SciencesNatural and Environmental SciencesMedicine/Public HealthSocial Sciences, Education and LawMedia Studies

১৩. প্রশ্নঃ ভাই, এই সাবজেক্টের বাইরে পারবো না আবেদন করতে?

উত্তর: না ভাই, পারবেন না।

১৪. DAAD স্কলারশিপ পেতে পাব্লিকেশন লাগে?

উত্তরঃ লাগে না। বিষয়টা হলো যদি গুড়, তত মিষ্টি। মনে করেন, আপনারা কয়েকজন মিলে, অতীব সুন্দরী কোন একজন বালিকাকে একই সাথে প্রেম নিবেদন করলেন। সবাই ই দেখতে শুনতে সমান কিন্তু এদের মাঝে একজনের হাতে এক গুচ্ছ লাল গোলাপ, আর আপনাদের হাতে গাঁধা ফুল, কারো হাত ফাঁকা। তো বলেন, ঐ সুন্দরী বালিকা কার প্রতি তার প্রেম নিবেদন করবে?

১৫. সিজিপিএ কত লাগে?

উত্তর: DAAD ওয়েব সাইটে আমি এমন কিছু পাই নি। তবে যত গুড়, তত মিষ্টি এই থিওরি সকল স্কলারশিপের জন্য প্রযোজ্য।

তো ঘটনা হইলো, আপনার যদি DAAD স্কলারশিপ পেতে হয়, DAAD Scholarship Bangladesh নামক ফেইসবুক গ্রুপ আছে, পেইজ আছে, DAAD এর ওয়েব সাইট আছে, ইউটুবে প্রচুর পরিমানে ভিডিও আছে, এগুলো একটু ঘাটাঘাটি করেন। আপনি যদি মনে করেন, আমাকে ইনবক্সে নক দিয়েই আপনি DAAD স্কলারশিপ পেয়ে যাবেন, তাইলে সরি, DAAD স্কলারশিপ আপনার জন্য না ব্রাদার।

লেখক: Mollah Mohammad Tamal

M.Sc in Trophical Hydrogeology & Environmental Engineering

Technical University of DarmstadtDarmstadt, Germany

Disclaimer : এই পোষ্ট অামার নিজের লিখা নয়। লেখকেন নাম এবং পরিচয় উপরে দেখতেই পাচ্ছেন। কাজেই এই পোষ্টের সকল তথ্যের সত্যতা নিজ দ্বায়িত্বে ক্রস করে নিবেন।
বি.দ্রঃ পড়ালেখার পাশাপাশি নিজে বিভিন্ন ধরনের অার্টিকেল লিখার চেষ্টা করি।তাছাড়াও সোস্যাল মিডিয়ায় এই রকম অনেক তথ্যবহুল অার্টিকেল রয়েছে, যেগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায়। তাই নিজ দ্বায়িত্বে এই রকম তথ্যবহুল অ্যার্টিকেল গুলো অামার ব্লগের মাধ্যেমে সংরক্ষণ করার চেষ্টা করছি মাত্র।সব সময় লেখকের নাম সহ প্রকাশ করি। তারপরও যদি কোন লেখক না চান, কমেন্সে জানাবেন পোষ্ট ডিলিট করে দেওয়া হবে।

Leave a Reply