জার্মানিতে ব্যাচেলর করতে চাই এমন স্টুডেন্টদের অনেক বড় একটা অংশ ডিপ্লোমা স্টুডেন্স এবং সঠিক তথ্যের অভাবে সব চেয়ে বেশি দালাদের দ্বারা প্রতারিত হয়।
তাই ডিপ্লোমা পাস করার পর জার্মানিতে ব্যাচেলর করতে চান এমন স্টুডেন্সেদের জন্য এই পোষ্টটা কাজে লাগবে এবং দালালদের সত্য মিথ্যা তথ্য যাচাই বাছাই করতে সাহায্য করবে বলেই অামার ধারনা।
প্রশ্ন ঃ সবে মাত্র ডিপ্লোমা পাস করেছি জার্মানিতে ব্যাচেলর করতে চাই। অামি কি ব্যাচেলর করতে পারবো?
উত্তর ঃ সোজাসাপটা উত্তর, না। ডিপ্লোমা পাশ করার পর সরাসরি ব্যাচেলর প্রোগ্রামে জার্মানিতে অাসতে পারবেন না।
প্রশ্ন ঃ কিন্তু অামার তো খুব ইচ্ছা জার্মানিতে ব্যাচেলর করবো! কোনই কি কোন উপায় নেই?
উত্তর ঃ হ্যা, উপায় অাছে।
প্রশ্ন ঃ উপায় গুলো কি কি? কিভাবে সেই উপায় গুলো ফলো করবো।
উত্তর ঃ দুইটা উপায় অাছে। উপায় যেহেতু দুইটা, সেহেতু রিকুয়ারমেন্ট ও দুই ধরনের।
উপায় ১. স্টুডেন্টকলিগ কোর্স করা।
উপায় ২. বাংলাদেশে UGC অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ে এক বছর (২৫%) ব্যাচেলর শেষ করা।
উপায় ০১ঃ স্টুডেন্টকলিগ কোর্স একটি প্রিপারেশন মূলক কোর্স। এই কোর্স সঠিক ভাবে কমপ্লিট করার পর জার্মানিতে অাপনি ব্যাচেলর করতে পারবেন। এই কোর্স কি? কেন করতে হয়? এই কোর্স করার পিছনে জার্মান শিক্ষা বাবস্থার যুক্তি কি? কি কি রিকুয়ারমেন্ট? ইত্যাদি অারও বিষয় গুলো নিয়ে জানতে এই লিংকে ক্লিক করুন।
স্টুডেন্টকলিগে অাবেদন করার নুন্যতম রিকুয়ারমেন্ট মূলত দুইটা।
ক. ডিপ্লোমা পাসের সার্টিফিকেট।
খ. মিনিমাম জার্মান ভাষা লেবেল বি১ পযন্ত সম্পূন্ন করা।
জার্মান ভাষা কোথায়? কিভাবে শিখবেন সেটা জানার জন্য এখানে ক্লিক করুন।
উপায় ০২ ঃ ডিপ্লোমা পাস করার পর সরাসরি ব্যাচেলর প্রোগ্রামে অাসতে না পারলেও দেশে এক বছর অথবা বা ২ সেমিস্টার ব্যাচেলর করে জার্মানিতে ব্যাচেলর প্রোগ্রামে অাবেদন করতে পারবেন।
রেফারেন্সঃ আনাবিন এবং ডাড ওয়েবসাইট।
দেশে এক বছর ব্যাচেলর করার পর মূলত অাপনাকে দুইটা রিকুয়ারমেন্ট সম্পূর্ণ করতে হবে।
ক. বাংলাদেশে UGC অন্তর্ভুক্ত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ২৫% ক্রেডিট সম্পূর্ণ করতে হবে।
খ. IELTS minimum 6 (কিছু কিছু মানুষ নাকি IELTS 5.5 দিয়েও ভিসা পেয়েছে। তবে 6 সেভ জোন)
প্রশ্ন ঃ UGC কি? কোথায় সেই লিষ্ট পাবো?
উত্তর ঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (University Grants Commission of Bangladesh)
ইউনিভার্সিটি লিষ্ট দেখতে এই এখানে ক্লিক করুন।
প্রশ্ন ঃ তাহলে কি UGC এর অন্তভূক্ত যে কোন বিশ্ববিদ্যালয় কেই জার্মান দূতাবাস বা জার্মানির বিশ্ববিদ্যালয় গ্রহন করে।
উত্তর ঃ না, জার্মান দূতাবাস ও একটি লিষ্ট বানিয়েছে। তাদের লিষ্টে থাকা H+ ইউনিভার্সিটিকেই তারা গ্রহন করে।
প্রশ্ন ঃ দেশে এক বছর ব্যাচেলর + IELTS করে জার্মানিতে কি যে কোন সাবজেক্ট এ অাবেদন করা সম্ভব?
উত্তরঃ না, সম্ভব না। গুটি কয়েকটা ইউনিভার্সিটি অাছে, যেগুলো তে গুটি কয়েকটা প্রোগ্রাম অফার করে।
প্রশ্ন ঃ দেশে এক বছর ব্যাচেলর + IELTS করে জার্মানিতে যে ইউনিভার্সিটিতে অাবেদন করা যায় তার লিষ্ট কোথায় পাবো।
উত্তরঃ Dipto Bormon ভাই, একটা লিষ্ট বানিয়েছেন। এই লিষ্টে থাকা ইউনিভার্সিটি গুলো, এক বছর ব্যাচেলর + IELTS দিয়ে, অল্প সংখ্যক কিছু কোর্স অফার করে। লিষ্টটা পেতে এখান থেকে ডাউনলোড করুন।
বি.দ্রঃ যেহেতু এই লিষ্ট দিপ্ত বর্মন তৈরি করেছিলেন অনেক দিন অাগে, তাই সত্যতা নিজ দ্বায়িত্বে যাচাই করে নিবেন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে।
প্রশ্ন ঃ দেশে এক বছর ব্যাচেলর + IELTS করে কি Uni-assist এর মাধ্যমে ব্যাচেলর অাবেদন অাবেদন করতে পারবো?
উত্তর ঃ তাদের ওযেবসাইটে এমন কোন তথ্য দেওযা নেই। তবে অামার কাছের এক বন্ধু, সে দেশে এক বছর ব্যাচেলর + IELTS এ 6 পাবার পরও uni- assist এর মাধ্যমে অাবেদন করতে পারেনি। দুই থেকে তিনবার অাবেদন করেছে, প্রতিবারেই ইউনি অাস্সিট তাকে রিজেক্ট করেছে।
বাকিটা, সরাসরি ইউনি-অ্যসিস্ট এ যোগাযোগ করে জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
প্রশ্ন ঃ এক বছর ব্যাচেলর + IELTS করার পর যদি ইউনি-অ্যাসিস্ট অাবেদন গ্রহন না করে তাহলে উপায়?
উত্তরঃ এক্ষেত্রেও উপায় দুইটা।
ক. যে কয়েকটা ইউনিভার্সিটিতে গ্রহন করে সেগুলেতেই চেষ্টা করা। অর্থ্যাৎ যে সকল ইউনিভার্সিটি ইউনি-অ্যাসিস্ট ছাড়াই অাবেদন গ্রহন করে,সেই সকল ইউনিভার্সিটিতে চেষ্টা করা।
খ. দেশে ব্যাচেলর + IELTS এর চিন্তা ভাবনা বাদ দিয়ে, সরাসরি স্টুডেন্টকলিগে অাবেদন করা।
প্রশ্ন ঃ ইউনি-অ্যাসিস্ট ছাড়া কি কোন মাধ্যম নাই?
উত্তর ঃ জ্বী, অাছে। তবে সেগুলো অাপনাকেই খোজে বাহির করতে হবে। এখন মাত্র একটা পোর্টালের কথা মনে পরছে। সেটা হলো। https://www3.primuss.de/
বি.দ্রঃ অামার জানা মতে অারও কিছু পোর্টাল অাছে, নিজ অাগ্রহে সেগুলো খোজা শুরু করুন, পেয়ে যাবেন।
প্রশ্ন ঃ এই পোর্টাল গুলো খোজার উপায় কি?
উত্তর ঃ www.daad.de এই ওযেবসাটে অাপনার পছন্দের কোর্স সার্চ করুন। তারপর individually প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখুন, যে তারা কিভাবে অাবেদন গ্রহন করে। ইউনি-অ্যসিস্ট এর মাধ্যমে নাকি অালাদা কোন পোর্টালের মাধ্যমে নাকি ডিরেক্ট ইউনিভার্সিটিই অাবেদন গ্রহন করে।
বি.দ্রঃ ডিরেক্ট অাবেদন গ্রহন করলেই যে, ডিপ্লোমা + এক বছর ব্যাচেলর + IELTS দিয়ে যে অফার লেটার দিয়ে দিবে বাপারটা এমন নয়, তবে এমন কিছু ইউনিভার্সিটি অাছে যারা এই রিকুয়ারমেন্ট এ অফার লেটার দিয়েছে। তবে সঠিক এবং অাপডেট তথ্যের জন্য সেই সকল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।
প্রশ্ন ঃ অাপনার নিজের মতামত কি? স্টুডেন্টকলিগ এ অাবেদন করা ঠিক হবে নাকি এক বছর ব্যাচেলর + IELTS করে ইংরেজি মিডিয়ামে ব্যাচেলর করা সঠিক হবে?
উত্তরঃ সঠিক বা বেঠিক বলে কোন বিষয় এখানে নেই। অাপনি কি মিডিয়ামে পরতে চান সেটার উপর নির্ভর করছে।
অাপনি যদি জার্মান মিডিয়ামে পড়তে চান তাহলে বাংলাদেশে জার্মান ভাষা লেবেল মিনিমাম বি১ করে, সরাসরি স্টুডেন্টকলিগে অাবেদন করুন। স্টুডেন্টকলিগ করার পর অনেকগুলো সুবিধার মধ্যে একটি সুবিধা হলো, স্টুডেন্টকলিগ ভাল মার্কস নিয়ে পাস করলে অাপনার ভার্সিটি বা কোর্সের অভাব হবে না।
অার যদি সিধান্ত নেন, যে জার্মান মিডিয়ামে না বরং ইংরেজি মিডিয়ামে ব্যাচেলর করবো, তাহলে দেশে এক বছর ব্যাচেলর করুন + IELTS করুন। সেক্ষেত্রে ইউনিভার্সিটি + কোর্স কিন্তু লিমিটেড, অর্থ্যাৎ যে সকল ইউনিভার্সিটি শুধু সরাসরি অথবা ইউনি-অ্যাসিস্ট ছাড়া অাবেদন গ্রহন করে সেই সকল ইউনিভার্সিটিতেই অাবেদন করতে পারবেন।
জার্মানিতে Information Technology নিয়ে পড়াশুনা করছি। পড়াশোনার পাশাপাশি প্রোগ্রামিং ল্যান্গুয়েজ এবং জার্মানিতে উচ্চ শিক্ষা বিষয়ক দিক নির্দেশনামূলক ব্লগ লিখার চেষ্টা করছি।