বাংগালী মসলমানের মন –
অামেরিকার মত তালিবান ও অাফগানিস্থানের জন্য প্রধান প্রতিবন্ধকতা।
তালিবানের ক্ষমতা গ্রহনের পর যেমন মানুষ অালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ জপেছে, তালিবান এখন যখন একের পর এক সো কলড ইসলামিক অাইন কানুন চালু করছে তখন কেন সুবহানাল্লাহ, অালহামদুলিল্লাহ জপচ্ছে না?
যেমন ধরুন গত সপ্তাহে পাচ জন অপহরণ কারীকে তালিবান মেরে, তারপর কাবুল স্কয়ারে সেই পাচ জনের গলায় দড়ি বেধে ক্রেন দিয়ে টাংগিয়ে রেখেছিলো। জনসম্মুখে, কি ভয়ানক তাই না? ভয়ে গা শিউরে উঠছে?
গতকালকেও খোরাসন চীনের ইউঘুর এক নাগরিককে দিয়ে এক শিয়া মসজিদে হামলা চালিয়েছে। অাত্নঘাতী হামলা, সাথে সাথেই শান্তির মসজিদ নরকে পরিনত হলো।
তারপর খোরাসন অাইসেস সেটার দ্বায় স্বীকার করেছেন৷ কারণ হিসাবে জানিয়েছে যে,
ইউঘুর মসলমানদের চীন সরকার নির্যাতনের পর ও তাদের সাথে তালি#বান সম্পর্ক রেখেছেন। সেই জন্য এই হামলা।
কী তাদের মেন্টালিটি, চীনের সাথে সম্পর্ক রেখেছে তালি#বান সরকার, অথচ হামলা চালালো এক সাধারণ শিয়া মসজিদে, বিনিময়ে ১০০ জনের উপরে প্রান চেলে গেলো।
মজার বাপার হল, খোরাসন অাইএসও তারা দাবি করে, তারাও সঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই।
রাসূল সাঃ যদি এদের strategy ফলো করে ইসলাম কয়েম করতে চাইতেন তাহলে ইসলামের সু-মহান বানি কি অামাদের কাছে অাসলেই পৌঁছাত?
বরং ধর্মালয় থাকতো, কিন্তু মানুষহীন শুণ্য ধর্মালয়। অার ধর্মালয়ের বাহিরে মৃত মানুষদের স্যান্ডেল৷
জার্মানিতে Information Technology নিয়ে পড়াশুনা করছি। পড়াশোনার পাশাপাশি প্রোগ্রামিং ল্যান্গুয়েজ এবং জার্মানিতে উচ্চ শিক্ষা বিষয়ক দিক নির্দেশনামূলক ব্লগ লিখার চেষ্টা করছি।